সমতট টিভি : সারাদেশে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। সকাল ৯টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা শুরু করেন এবং প্রবেশপত্র যাচাই করে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এসময় প্রতিটি কেন্দ্রের সামনেই অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মজিদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত, এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
এদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ এবং পরে সরকারি বাংলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। করোনা প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পরীক্ষার্থীদের মাস্ক ব্যবহার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অনুমোদন ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। উচ্চমাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও প্রায় সোয়া চার লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দারিদ্র্য, কর্মে যোগদান, বাল্যবিবাহসহ নানা কারণে প্রতিবছরই বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি, যা গতবারের তুলনায় প্রায় ৭৩ হাজার কম। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৮৬ হাজারের বেশি আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গতবারের চেয়ে প্রায় সাত হাজার কম।