সমতট ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি রাজগঞ্জ কর্পোরেট শাখা কুমিল্লা কর্তৃক বিদায়ী শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান এর বদলী জনিত বিদায় এবং নবাগত শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ বায়েজিদ উল্লাহ’র বরণ উপলক্ষে “বিদায়-বরণ সংবর্ধনা” অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে নিমসার শাখা প্রিন্সিপাল অফিসার ও ২য় কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ২য় কর্মকর্তা মাহমুদা বেগম সুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল করিম সেখ ও অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মিজানুর রহমান সরকার।
অনুষ্ঠানে বিদায়ী শাখা প্রধান মো. সাইফুর রহমানের কর্মজীবনের সফলতার স্মৃতিচারণ করা হয় এবং নবাগত শাখা প্রধান মোঃ বায়েজিদ উল্লাহর আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এটি কুমিল্লা অঞ্চলের ব্যাংকিং সমাজের মধ্যে একাত্মতা এবং সহযোগিতার প্রদর্শন ছিল, যা ভবিষ্যতে ব্যাংকিং সেবায় আরও উন্নতি এবং কর্মদক্ষতা আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও অত্র শাখার গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।