তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
সমতট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমরাতলি ইউনিয়নের উদ্যোগে ৪ এপ্রিল (বৃহস্পতিবার) রত্মাবতি স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, অধ্যাপক মফিজুর রহমান পাটোয়ারী এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুববিভাগের সভাপতি মাসুম বিল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ঈদগাহ কমিটির সেক্রেটারী মতলব ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কামরুজ্জামান বাদল, মদীনা মসজিদ কমিটির সেক্রেটারী সেলিম মিয়া, আনছার আলী মেমোরিয়ালের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, সাবেক প্রধান শিক্ষক আবু তাহের ফারুকী ও ইউনিয়ন সেক্রেটারী শাহজাহান।
বিশেষ অতিথি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন তার বক্তব্যে মহান আল্লাহর সৃষ্টি কৌশল ব্যাখ্যা করেন এবং পিতামাতার প্রতি করণীয় ও হালাল-হারামের বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “অতীতে জামায়াতে ইসলামীর অধীনে পরিচালিত তিনটি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শক্তিশালী করতে হবে।”
আলোচনা সভা শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।