সমতট ডেস্ক: কুমিল্লাস্থ চাঁদপুর জেলা পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে ১০ মার্চ কুমিল্লা নগরীর আনন্দ সিটি সেন্টারের ৭ম তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে পবিত্র রমজানের মহিমা ও ভ্রাতৃত্ববোধকে কেন্দ্র করে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিলনমেলায় পরিণত হওয়া এ অনুষ্ঠানে অতিথিরা রমজানের গুরুত্ব ও সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পেশাজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক পরিসরে আয়োজনের আহ্বান জানান।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।