নিজস্ব প্রতিনিধি।।
আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম যুব সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা। সম্মেলনকে স্বাগত জানিয়ে কুমিল্লা জেলা মহানগর ও চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ চৌদ্দগ্রামের মিয়াবাজারে স্বাগত মিছিল বের করেন। কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহানের নেতৃত্ব মিছিলে অংশগ্রহণ করেন মহানগরী জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান,স্থানীয় জামায়াত নেতা মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধার মো: আক্তারুজ্জামান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উজিরপুর ইউনিয়নের আমীর মাওলানা আবুল হাসেম,কাশিনগর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন কবিরসহ শিবির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে জামায়াতের কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান ও দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান বক্তব্য রাখেন। যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মো.তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মু.আব্দুল হালিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।