সমতট ডেস্ক ।।
রাজধানীর গেন্ডারিয়ায় মঙ্গলবার রাতভর এক নাটকীয় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। লক্ষ্য ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করা, কিন্তু মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
রাত ১২টার পর আকস্মিক খবর আসে যে, মন্ত্রী গেন্ডারিয়ার ডিআইটি প্লটের সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে অবস্থান করছেন। সংবাদটি পেতেই পুরো এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। স্থানীয় শিক্ষার্থীরা দাবি করে, তারা নিশ্চিত যে মন্ত্রী সেই বাড়িতেই আছেন। কিন্তু সেনাবাহিনী তল্লাশি চালিয়ে কোনো প্রমাণ পায়নি। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং সেনা সদস্যদের গোপন তৎপরতা—সব মিলিয়ে রাতের ঢাকা যেন রূপ নেয় এক অদ্ভুত নাটকের মঞ্চে।
ভোর ৪টার দিকে সেনাবাহিনী অভিযান শেষ করে স্থান ত্যাগ করে। স্থানীয়দের ভাষ্যমতে, ওই বাড়িতে আসাদুজ্জামান খানের এক দূরসম্পর্কের আত্মীয় বাস করেন, যেখানে মন্ত্রী মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন।
এই নাটকীয় ঘটনার পেছনে আরও বড় এক ঘটনা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজে এমন অভিযান দেশব্যাপী উত্তেজনা বাড়িয়ে তুলেছে।