সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা।
ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোন জায়গা নেই।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সবাইকে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করারও আহ্বানও জানান বাইডেন। সেইসঙ্গে ট্রাম্পের সুস্থতা কামনা করেন তিনি।
নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এক বিবৃতিতে তিনি বলেন,
গণতন্ত্রে রাজনৈতিক সহিসংতার কোন জায়গা নেই। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেন ওবামা-মিশেল দম্পতি।
রিপাবলিকান নেতার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
পরিস্থিতি দ্রুত সামাল দেয়ায় দেশটির সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের ওপর হামলায় সারা (তার স্ত্রী) এবং আমি হতবাক হয়েছি। আমার তার নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
এদিকে, নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্পিকার মাইক জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে।