সমতট ডেস্ক: দেশীয় উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (অ্যাঞ্জেল ইনভেস্টর) নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিনিয়োগ আয়োজন। ২০ জনেরও অধিক বিনিয়োগকারী ওই আয়োজনে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের বিনিয়োগ প্রস্তাবনা যাচাই করেছেন। অনলাইন ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ (আইএবি)’ উক্ত অনুষ্ঠান আয়োজন করেছিল।
সোমবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো. কাওসার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আয়োজনে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা একে অন্যের সাথে পরিচিত হবার পাশাপাশি সরাসরি পিচ ডেক উপস্থাপনের মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনাগুলো যাচাই-বাছাই করার সুযোগ তৈরি করেন।
আয়োজনের বিষয়ে লায়ন মো. কাওসার বলেন, ‘ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের প্রফেশনালভাবে সংযুক্ত করে আসছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বহু ক্ষুদ্র উদ্যোগ বিনিয়োগ প্রাপ্ত হয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপক আকারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’
‘ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ (আইএবি)’ উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ তৈরি করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এই প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগপ্রাপ্ত হয়ে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা যেনো ভাল প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং তাদের বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে, সেসব সাপোর্ট দিয়ে থাকে আইএবি। বর্তমানে আইএবি প্ল্যাটফর্মে ২৮ হাজারের বেশি একটিভ সদস্য আছে।