সমতট ডেস্ক: কিশোরগঞ্জে প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা আনুষ্ঠানিকতায় ১৪৩২ বর্ষবরণ করেছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিসিকের উদ্যোগে শহরের পুরাতন স্টেডিয়ামে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা ও বৈশাখী মেলা’ শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এরপর স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শিশু একাডেমিতে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠী সকাল ৭টায় স্টেশন রোডে দই-চিড়া খাওয়া, শোভাযাত্রা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও শোভাযাত্রা, নৃত্য, গানসহ নানা আয়োজনে বর্ষবরণ করেছে।