সমতট ড্যাক্স : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে শনিবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। এর আগে ১৮ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ বছর দেশের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৫ জনের মৃত্যু হয়।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উল্লিখিত ২৪ ঘণ্টায় মোট ৮৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬৫। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮২ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২০ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালে ১৫ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ বছর সিলেট বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৮৭, ঢাকা বিভাগে ৯৮, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ১৬৪, খুলনায় ৫৩, রংপুর বিভাগে ১৭, বরিশালে ১০১, সিলেট বিভাগে ৬ ও রাজশাহী বিভাগে দু’জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৭৪ রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৬৩৩ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৪১। এ বছর ভর্তি রোগীর মধ্যে ১৫ হাজার ৯৫৯ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৬০৬ জন।
সংবাদ সূত্র : সমকাল