সমতট ডেস্ক ।।
রাঙামাটি জেলার কাপ্তাই বাঁধের হ্রদে পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় আজ রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। বাঁধের ভাটিতে থাকা মানুষদের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা।
পিডিবির ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানান, “কাপ্তাই হ্রদের পানি দুপুর ২টা পর্যন্ত ১০৭.৬৩ ফুট মীন সি লেভেলে পৌঁছেছে। যদি সন্ধ্যা নাগাদ এটি ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করে, তাহলে রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।”
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্র অনুযায়ী, ১০৮ এমএসএল পর্যন্ত পানি বৃদ্ধির পর বাঁধের পানি ছাড়া হতে পারে। এই অবস্থায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিদিন পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
উল্লেখ্য, কাপ্তাই বাঁধ চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার উজানে কর্ণফুলি নদীর ওপর নির্মিত এবং এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। বাঁধের পানি ছেড়ে দেওয়ার ফলে নিচু এলাকার মানুষের জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, তাই সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।