সমতট ডেস্ক ।। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে জাতিসংঘ দ্রুতই কাজ শুরু করবে। এই ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি জানিয়েছেন, জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশে এসে তদন্ত শুরু করবে।
বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপের সময় ভলকার তুর্ক এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই খবর প্রকাশ করা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারশ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এ সংখ্যা দেড়শ’র কাছাকাছি বলে দাবি করেছিল।
টেলিফোন আলাপের সময় ড. ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভলকার তুর্ককে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের অধিকার সমর্থন করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তার প্রশাসনের প্রধান লক্ষ্য হবে মানবাধিকার সংরক্ষণ এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।
ড. ইউনূস আরও জানান, তিনি দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন।