সদ্য নতুন বাসায় উঠেই আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আদরের পোষ্য প্রাণী হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এই গায়ক। কিন্তু কাজ হয়নি। দুই সপ্তাহে কেটে গেলেও বিড়ালটির খোঁজ পাচ্ছেন না আসিফ। অবশেষে ৫০ হাজার টাকা ঘোষণা করলেন আসিফ।
ফেসবুকে তিনি লেখেন, বিড়ালটা বেঁচে আছে, হয়তো কারো বাসায় আছে। হয়তো মালিক খুঁজে পাচ্ছে না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছেন এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, জানি সে ভালো যত্ন-আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ, পুম্বার সন্ধান দিন, ৫০ হাজার টাকা গিফট পৌঁছে যাবে।