সমতট ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের মো. ইউনুস মিয়া (৬৫) পরিবারটির একমাত্র উপার্জনকারী। পরিবারে তার স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে। গ্রামের একটি ছোট ভাতের হোটেলে কাজ করে কোনোরকমে সংসার চালাতেন তিনি। বসতভিটা ছাড়া তেমন কোনো জমি নেই।
সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ইউনুস মিয়াকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
অর্থের অভাবে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন ইউনুস মিয়া। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর দারুসসালামের হিউম্যান এইড রিসার্চ ল্যাব ও হাসপাতালে ভর্তি করা হয়। মানবিক চিকিৎসকদের সহায়তায় তিনি এখানে বিনামূল্যে একটি বেড পান।
বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসারবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল আহমেদ রিয়াদের তত্ত্বাবধানে ইউনুস মিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসায় ৫ লাখ টাকার বেশি খরচ হতে পারে।
ইউনুস মিয়ার স্ত্রী ফেরদাউস বেগম বলেন, “আমার স্বামী কিছু হলে আমি আর সন্তানরা কোথায় যাব? সংসারই ঠিকমতো চলে না, চিকিৎসার খরচ কীভাবে দেবো বুঝতে পারছি না।”
হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. শেখ মইনুল খোকন বলেন, “আমাদের সংগঠন গরিব রোগীদের সহায়তা দিতে চেষ্টা করে। কিন্তু ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসার সব খরচ মেটানো সম্ভব নয়। বিত্তবানদের কাছে অনুরোধ, তারা যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে ইউনুস মিয়াকে আরও ভালোভাবে সেবা দিতে পারব।”
ইউনুস মিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তার জন্য পরিবারটি বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
হিউম্যান এইড রিসার্চ ল্যাব ও হাসপাতাল, দারুসসালাম, ঢাকা।
ফোন: 01719413206