তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা, ৩ আগস্ট (রবিবার)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজি, আদর্শ সদর দক্ষিণ থানা সভাপতি ইঞ্জিনিয়ার নিঝাম উদ্দিন, মহানগর উত্তরের সভাপতি এস. এম. কলিমুল্লাহ, আদর্শ সদর পূর্ব থানা সভাপতি মোঃ নুর হোসেন, মেডিকেল জোন সভাপতি মোঃ ইমদাদুল হক, দোকান মালিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ আলী, কুমিল্লা পরিবহন ফেডারেশন সভাপতি মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন এবং বিশ্ববিদ্যালয় থানা সভাপতি কাজী মোহাম্মদ মতিউর রহমান।
সভায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “২৪ সালের জুলাই বিপ্লবে চার বছরের শিশু থেকে শুরু করে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এক বছরে তারা জনগণের প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটিয়েছে, তা জনগণ উপলব্ধি করতে শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমরা আগামী ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য ও বিশাল মিছিল আয়োজন করতে যাচ্ছি। কুমিল্লা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল হবে এক স্মৃতিবহ ও ঐতিহাসিক কর্মসূচি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করবো—জুলাই বিপ্লব ছিল ন্যায়, সত্য এবং বৈষম্যের বিরুদ্ধে এক বৈপ্লবিক উচ্চারণ।”
সভায় নেতারা বলেন, শহীদদের স্মরণ এবং ন্যায়ের পক্ষে অবস্থান জানানোর এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি ওয়ার্ড, থানা ও জোনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহানগরীতে জুলাই বিপ্লবের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে এই মিছিল হবে ঐক্য, সাহস ও আত্মত্যাগের প্রতীক।
সভা শেষে উপস্থিত নেতারা সবাইকে সময়মতো উপস্থিত থেকে মিছিল সফল করার আহ্বান জানান।