সমতট ডেস্ক।। শনিবার (৬ এপ্রিল) যশোর শহরের খড়কি এলাকায় ‘মধ্যবিত্তের মাংসের বাজার’ শিরোনামে ব্যতিক্রমী এ বাজার বসে। এই আয়োজন করেন আইডিয়ার সমাজ কল্যাণ সংস্থা। এই দরে মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা।
মাংস কিনতে আসা একাধিক ব্যক্তি জানান, উচ্চমূল্যের বাজারে যেখানে মাংসের দাম ৭০০ টাকা সেখানে মাত্র ৩৯০ টাকায় মাংস কিনতে পেরে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পেরেছেন তারা। দীর্ঘদিন পর এবারের ঈদে খাবারের প্লেটে তাদের গরুর মাংস ওঠেবে।
এদিকে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে ও ঈদের দিন সবার খাবার টেবিলে মাংশ পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।