তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবির ভিত্তিতে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা মহানগরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর এ.কে.এম. এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসেন সবুজ, মো. মুজিবুর রহমান, অধ্যাপক মফিজুল ইসলাম, লুৎফর রহমান খান মাসুম ও মিয়া মো. আকছির।
নেতৃবৃন্দ বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশ একটি যুগান্তকারী পদক্ষেপ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে এই সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। সভায় কুমিল্লা মহানগর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি তুলে ধরা হবে—
১. স্বাধীনতার পরবর্তী সকল গণহত্যার বিচার,
২. রাষ্ট্রে প্রয়োজনীয় মৌলিক সংস্কার,
৩. ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পূর্ণ পুনর্বাসন,
৫. পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান,
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং
৭. সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
নেতারা বলেন, এই ৭ দফা কোনো দলের নয়, এটি গণমানুষের দাবি।
তাই বিপ্লবের হিস্যা বুঝে নিতে, আসুন— ১৯ জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশে, সোহরাওয়ার্দী উদ্যানে!