সমতট ডেস্ক: চট্টগ্রামের চকবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হল।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে চাক্তাই খাল এলাকায় শিশুটির মরদেহ ভেসে উঠে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক অপারেটর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চকবাজার এলাকায় নালায় পড়ে যাওয়া ছয় মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। চাক্তাই খাল এলাকায় সকাল ১০টার দিকে তার মরদেহ ভেসে উঠে।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় মা ও দাদিসহ অটোরিকশা নালায় পড়ে যায়। এই ঘটনায় মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু চেহরিস। এর পরপরই শিশুটি পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর মরদেহ
১৪ ঘণ্টা পর ভেসে উঠল সেই শিশুর মরদেহ
অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মা উদ্ধার
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়। দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস নিখোঁজ হয়।
নালায় পড়ে শিশু নিখোঁজডুবুরি দলচাক্তাই খালমরদেহ উদ্ধারচট্টগ্রাম