তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: বি-৯৩৮) এর উদ্যোগে ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ১১:৩০ মিনিটে কুমিল্লা নিউ মার্কেটের প্রধান কার্যালয়ে মৃত শ্রমিকের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথি
সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন বিএনপি ক্ষমতায় গেলে “লুটপাট, চাঁদাবাজি, অন্যায় অবিচার বন্ধ হবে” এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল কাইয়ুম, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির মহাসচিব মোঃ জলিস আবদুর রব। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হোসেন।
প্রধান অতিথি আরও বলেন
“গত ১৭ বছর তোমাদের মাঝে কি এমন টাকা বিতরণ হয়েছে?”
একজন শ্রমিক নেতা জবাবে বলেন, “না, আমরা বিগত সময়ে এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম।”
এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—
“কত জঘন্য কাজ তারা করেছে, মরা মানুষের টাকা লুটপাট করে খেয়েছে,স্বৈরাচারী হাসিনার লোকেরা মরা মানুষের টাকা লুটপাট করেছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে লুটপাট বন্ধ করবো, চাঁদাবাজি বন্ধ হবে, অন্যায়-অবিচার থাকবেনা।”
তিনি আরও জানান, “রোডের শ্রমিকদের নিয়ে রাজনীতি করতে চাই না, তবে লুটপাট বন্ধ করতে কাজ করতে হবে। গত এক বছরে প্রায় ১১ লাখ টাকা শ্রমিকদের মাঝে বিতরণ হয়েছে, যা অতীতে হয়নি। সামনে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। শ্রমিকদের জন্য গ্রুপ বীমা চালুরও উদ্যোগ নেওয়া হবে।”
সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক
খন্দকার কামরুল হাসান টিপুর
সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন
সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়া,
সহ সভাপতি তফাজ্জল হোসেন তপন,
হাজী ইদ্রিছ, ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক বাবুল,দপ্তর সম্পাদক ইউসুফ খান,
সহ সম্পাদক শরিফ হোসেন, আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন মামুন, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান, সদস্য নাজিমুদ্দিন আজাদ, বাদল মিয়া,আবুল বাসার লিটন,রফিকুল ইসলাম, আবুল হোসেন, আতিকুর রহমান,মনসুর বাছির,আব্দুল ওদুদ,ভিপি সেলিম
শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকের পরিবারের হাতে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদানের হিসাব (গত এক বছর)
মৃত্যুজনিত অনুদান: ৬,৬০,০০০/টাকা
বিবাহ অনুদান: ২,০০,০০০/টাকা
চিকিৎসা সহায়তা: ২,২৫,০০০/ টাকা
মোট প্রদান: ১০,৮৫,০০০/ টাকা
উল্লেখ্য যে গত ১৭ বছরে এ ধরনের অনুদান শ্রমিকদের হাতে পৌঁছে নাই