স্টাফ রিপোর্টার:
ব্যাংক এশিয়া একবাড়িয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার পক্ষ থেকে হরিশপুর কামাল হোসেন কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হরিশপুর কামাল হোসেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার একবাড়িয়া আউটলেটের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মোঃ সাত্তার পাটোয়ারী এর কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা ও কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক খায়রুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক আব্দুল গাফ্ফার, জীব বিজ্ঞানের বিষয়ের আতিকুর রহমান, ব্যবসায় সংগঠন বিষয়ের প্রভাষক মো: রায়হান হোসেন, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক কেয়া চক্রবর্তী, ইংরেজি বিষয়ের প্রভাষক নুর মোহাম্মদ টনি, আই.সি.টি বিষয়ের প্রভাষক আরিফ হোসেন, কৃষিশিক্ষা বিষয়ের প্রভাষক মোছা: ফারহানা আক্তার, বাংলা বিষয়ের প্রভাষক মাইমুনা আক্তার,সমাজকর্ম বিষয়ের প্রভাষক মুন্নি সুলতানা, হিসাব রক্ষক মো: আনিস হক, ব্যাংক এশিয়া একবাড়িয়া আউটলেটের ক্যাশ ইনর্চাজ রিফাত পাটোয়ারী ও কর্মচারী এবং শিক্ষার্থীরা সহ প্রমুখ।