নিহত নুরুল ইসলাম মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হলেন নুরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও মায়া বেগমের মা শেফালি বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। এ সময় তার ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও মায়া বেগমের মা শেফালি বেগম অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।
ক্রেডিট: বাংলা ট্রিবিউন