সমতট ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নেকরোজবাগের দশগ্রাম কবরস্থানের পাশে পুরাতন একটি মুরগির খামার থেকে অস্ত্রসহ সাহিদ (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাহিদের কাছে থাকা একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু, একটি নোজ প্লাস, ১৭৫ পিস ইয়াবা, ৯৫ গ্রাম গাঁজা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার নিচিন্তাপুর এলাকায় মেসার্স মলি ট্রেডার্স নামের একটি সিমেন্টের দোকানে অভিযান চালিয়ে সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়। দোকানের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এর আগে ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে ফ্যান্টাসি টাওয়ার নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয় এবং ফয়সাল খান (৩০) নামে একজনকে আটক করা হয়।
ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন ডেমরা থানা এলাকায় আরও চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। একই দিনে সন্ধ্যায় চাঁদপুর জেলার কচুয়া থানার মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত টিনের ঘরের পাশে মাটিচাপা অবস্থায় একটি বিদেশি তড়াশ পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গুলিতে ‘বিপি-১৭’ লেখা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুলিশ থেকে লুট হওয়া অস্ত্র। অন্যদিকে একই দিন ভোরে কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের ১১০ কেজি গাঁজাসহ মো. ইউনুস (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।