বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের সাবেক চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত হয়নি।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা গোয়েন্দা পুলিশ গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে, তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তারা অবগত নন। তবে, রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট রোমান মিয়া নামের ১০ম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় গোলাম দস্তগীর গাজীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ৫ আগস্ট চনপাড়ায় একটি ছাত্র-জনতার আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পণ্ড করার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীরা গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মূর্তজার নির্দেশে এলোপাতাড়ি গুলি ছোড়ে, যার ফলে রোমান মিয়া নিহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বিনা ময়নাতদন্তেই দাফন করা হয়।
গোলাম দস্তগীর গাজী, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, এবার মন্ত্রীত্ব পাননি। এর আগে তিনি আরও দুইবার একই আসন থেকে নির্বাচিত হন।