মো. রাকিব হোসেন (কলেজ প্রতিনিধি)।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৭ বছর পর শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটের আবাস। অত্যন্ত প্রফুল্ল শিক্ষকরা। এ নির্বাচনে চারটি পদে মোট সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ কলেজে ১৭০ জনের বেশী শিক্ষা কর্মকর্তা আছেন।
গত ০৮ অক্টোবর (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মোঃ খালেদ হোসেন খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিলের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৯ অক্টোবর ২০২৪ খ্রি.।
সম্পাদক পদে যে তিন জন মনোনয়নপত্র নিয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিবুবুল হক ছোটন।
যুগ্ম-সম্পাদক পদে দু’জন মনোনয়ন পত্র নিয়েছেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মুনছুর হেল্লাল, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিপন ভূইয়া।
যুগ্ম-সম্পাদক (মহিলা) পদে মনোনয়নপত্র নিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার এবং কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।
নিবার্চন তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারেরর তারিখ ৩০ অক্টোবর। ০৪ নভেম্বর ২০২৪ খ্রি.ভোট গ্রহণ ও ভোট গ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে ।
প্রধান নির্বাচন কমিশন প্রফেসর মো. খালেদ হোসেন খান বলেন, আমরা আশাকরি অত্যান্ত সম্প্রীতি ও সৌহার্দে মধ্যে একটি নির্বাচন হবে। সর্বশেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত সম্পাদক হয়েছে ২০১৭ সালে। ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা সে ধারা অব্যাহত রাখতে চাই।