সমতট ডেস্ক : গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ছাত্রদল। দেশের সব এলাকা থেকে অংশ নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের মধ্য থেকে সুনামগঞ্জ থেকে আসা এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৩ আগস্ট) ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, মধ্য বয়সের একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয় তিনি ছাত্রদল করেন কি না। এর জবাবে তিনি বলেন, হ্যাঁ আমি ছাত্রদল করি। কোন দায়িত্বে রয়েছেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমি বর্তমানে ছাত্রদলের সেক্রেটারি। কোন জেলার জানতে চাইলে তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশ্ন তিনি এই বয়সে এসেও ছাত্রদল করেন কীভাবে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খবর নিয়ে জানা গেছে, সমাবেশে অংশ নেওয়া সেই ব্যক্তির বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামে। তার নাম মন্টু। বয়স ৪৫ বছর। তবে তিনি রাজনীতি করে কি না কেউ জানে না। কেউ কেউ বলছেন তিনি যুবদলের কর্মী।
ধর্মপাশা উপজেলায় ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার বলেন, আমি শাহবাগে ছাত্রদলের সমাবেশে অবস্থান করছি। ছাত্রদলের দাবি করে একটি ভিডিও আমার চোখে পড়েছে। শুনেছি তার বাড়ি ধর্মপাশা উপজেলার গোলকপুর গ্রামে। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না। কোনোদিন ছাত্রদলের কোনো মিটিংয়েও তাকে দেখিনি। তিনি কি করেন তাও জানি না। এ বয়সে ছাত্রদল করার প্রশ্নই উঠে না। হয়তো তাকে এগুলো বলার জন্য কেউ শিখিয়ে দিয়েছে। আমরা তার বিস্তারিত জানার চেষ্টা করছি।
ধর্মপাশা উপজেলার ছাত্রদলের সদস্যসচিব সারোয়ার হোসেন বলেন, আমরা ঢাকা সমাবেশে আছি। যার ভিডিও ভাইরাল হয়েছে তিনি ছাত্রদলের কেউ না। ভুয়া সেক্রেটারি। আমরা কেউ তাকে চিনি না। ছাত্রদলকে কলুষিত করতে এমনটি বলেছেন। সমাবেশ শেষে বাড়ি ফিরে তার খোঁজ নেওয়া হবে। এছাড়া কেন এমনটি বলেছেন সেটাও জানতে চাইবো।
ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী জানান, ঢাকার শাহবাগের একটি ভিডিও পুরোটা দেখেছি। তিনি ছাত্রদলের সেক্রেটারি দাবি করে বক্তব্য দিয়েছেন। নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করছেন। তার বয়সও ৪৫ হবে। এ বয়সে ছাত্রদলের ধর্মপাশায় কেউ নেই। তাকে আমি চিনি না।
ভাইরাল হওয়া সেই ব্যক্তি যুবদলের কর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, আমি ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি যুবদলের কর্মী হলে আমি চিনতাম। ওই ব্যক্তি যুবদলেরও কেউ না