তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ জুলাই (বুধবার) কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে “জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা” শীর্ষক নাগরিক সংলাপ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে কান্দিরপাড়ের গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা সভাপতি শাহ মুহাম্মদ আলমগীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। প্রজেক্টর উপস্থাপনা করেন কেন্দ্রীয় সহকারী সমন্বয়ক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সভাপতি মোঃ কামাল হোসেন, সেক্রেটারি মাসুদুর রহমান খান ভুট্টু, নোয়াখালী জেলা সেক্রেটারি আবু নাছের মঞ্জু,
চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, সেক্রেটারি রহিম বাদশা।
কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আলী আহসান টিটুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর সভাপতি আনিছুর রহমান আখন্দ, সেক্রেটারি ওমর ফারুক ভুঁইয়া, মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক শফিকুর রহমানসহ জেলা ও মহানগরীর নির্বাহী সদস্যবৃন্দ।
জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কার : সুজনের প্রস্তাবনা
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ প্রণয়ন অপরিহার্য। সুজন প্রণীত জাতীয় সনদের মূল প্রস্তাবনাগুলো হলো—
শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন
রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রশাসনিক সংস্কার
স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি
দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা
তথ্য অধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করা
বক্তারা বলেন, “রাষ্ট্র সংস্কার ছাড়া গণতন্ত্রের ভিত মজবুত হবে না। এজন্য একটি নতুন সামাজিক চুক্তি দরকার, যা সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণই রচনা করতে পারে।”
প্রধান অতিথি দিলিপ কুমার সরকার বলেন, “গণতন্ত্রের মূল শক্তি জনগণ। সচেতন নাগরিকরা একত্রিত হলে সুশাসন নিশ্চিত করা সম্ভব।”