সমতট ডেক্স : পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে চিঠি দেয়া হয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা বুঝেছি এ বিষয়ে তাকে ফিরিয়ে না দেয়ার অবস্থানেই আছে ভারত।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে ভারতের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা চলমান রয়েছে।
সংস্কার করেও এ বছরের মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব—মির্জা ফখরুলের এই বক্তব্য রাজনৈতিক বলে জানান উপদেষ্টা। বলেন, রাজনৈতিক কারণে তাদের অনেক বক্তব্য দিতে হয়। তবে সরকারের সাথে নির্বাচনের সময় বা রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো গ্যাপ নেই।
উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে তিস্তা চুক্তির বিষয় আলোচনার আগে স্থানীয় জনগণের মতামত নেয়া হবে। আগামী মাসে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি। এ চুক্তি নবায়নের বিষয় আলোচনা হবে ভারতের সাথে ।