ক্যালেন্ডার
    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | বৃহস্পতিবার | গ্রীষ্মকাল
    ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | বৃহস্পতিবার | গ্রীষ্মকাল

    গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া ৬০টি বিভিন্ন মডেলের আগ্নেয়াস্ত্র ও চার হাজার রাউন্ড গুলি সেনাবাহিনী র‌্যাবের কাছে হস্তান্তর করেছে।

    সোমবার সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে এই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নরসিংদী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে,

    যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর কার্যালয় থেকে লুটের সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে ১৭টি নাইন এমএম পিকে, ৬টি এসএমজি, ১৬টি শটগানসহ ৬০টি আগ্নেয়াস্ত্র এবং চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ এগুলো র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই অনুষ্ঠানে ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম রকিব, ক্যাপ্টেন আব্দুল্লাহ হিল তাহমিদ, এবং নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

    Share.
    Leave A Reply