সমতট ডেস্ক ।। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার এক বার্তায় তিতাস গ্যাস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির এবং সবুজবাগ সংলগ্ন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।