রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।
পথচারী আমিনুল ইসলাম জানান, ভোরে শাহজাদপুর বাঁশতলার মেইন রোডে খালি রিকশা নিয়ে পারাপার হচ্ছিলেন রিকশাচালক ইউসুফ। এমন সময় রামপুরার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন ইউসুফ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইউসুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।