সমতট ডেক্স : যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে প্রতিবেশী অঙ্গরাজ্য নিউ মেক্সিকো। এরই মধ্যে রাজ্যটির বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস)।
গত শুক্রবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১০৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
এনডব্লিউএস জানিয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসেছে রুইডোসো এলাকা থেকে। দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রাম, যা আলবুকার্ক থেকে প্রায় তিন ঘণ্টা দক্ষিণে অবস্থিত। সেখানে বন্যার পানিতে এক বাবা ও দুই সন্তান ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। এছাড়া কবলিত বিভিন্ন এলাকায়ও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রামটির জরুরি ব্যবস্থাপনা অফিস নদীর কাছের মানুষদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বন্যার জলের মধ্য দিয়ে গাড়ি চালানোয় সতর্ক করেছে।
ওই এলাকায় দাবানলে ক্ষতির চিহ্ন এখনো মেটেনি। এরইমধ্যে নদী, খাল ও খাদে বন্যার তীব্রতা বেশি হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া গ্যাভিলান ট্রেলার পার্কে একাধিক উদ্ধারকাজ চলছে এবং বাড়িঘর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো আহত বা মৃত্যুর খবর নিশ্চিত না করলেও অসংখ্য মানুষ নিখোঁজ থাকার কথা জানিয়েছেন ওই এলাকার মেয়র।
আলবুকার্ক এলাকার আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, রিও রুইডোসোতে বন্যার ঢেউ ১৫ ফুট (৪.৫ মিটার) উঁচুতে পৌঁছে যায়। বন্যার তীব্রতা বেশি থাকায় ওই এলাকার বাসিন্দাদের উচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।