সমতট ডেস্ক: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ খালেককে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে জেলার গাংনী উপজেলা শহরের নিজ বাসা থেকে তাকে আটক করে গাংনী থানা পুলিশ।
জানা যায়, এম.এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে অন্য মামলাও রয়েছে। এসব কারণে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর আটক হয়েছিলেন এম.এ খালেক। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে ছিলেন। শুক্রবার তার নাতির আকিকার জন্য জনসম্মুখে আসেন। পরে পুলিশ রাতে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্বের মামলাও রয়েছে। শনিবার বিকেলে এম.এ খালেককে আদালতে তোলা হবে।
বিষয় : মেহেরপুর আটক