মানব জীবনের সব থেকে বড় সত্য মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই ঘটে মানব জীবনের পরিসমাপ্তি। তাই স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল মৃত্যুর প্রতি অনেক বেশি। তাহলে কি ঘটে মৃত্যুর পর? মানবদেহেরই কি বা পরিবর্তন হয়?
শুনতে অবাক মনে হলেও, মৃত্যুর পরও মানব দেহের চুল এবং নখ বৃদ্ধি পায়। বিষয়টা অদ্ভুত তাই না? তবে বিজ্ঞান কিন্তু এটাই বলে।
মৃত্যুর পর প্রথম যে পরিবর্তন তে সাধিত হয় তা হল:
*মানবদেহে অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যায়।
*সেকেন্ডের ব্যবধানে মস্তিষ্ক তার কার্যক্রম বন্ধ করে দেয়
*স্বাভাবিকভাবে অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দেহে কোন প্রকার শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় না। যার দরুন তাপ উৎপন্ন হয় না এবং দেহ ঠান্ডা হয়ে যায়। ফলে মানবদেহের পেশিগুলো হয়ে যায় শীতল। পাশাপাশি অন্তর ও মূত্রথলি খালি হতে থাকে।
তারপর কবরস্থ করা হলে,
মৃত ব্যক্তির দেহে থাকা ১০০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া তাদের কাজ শুরু করে দেয় এবং ব্যক্তির গায়ের রং ভেদে, ত্বকের রং বেগুনি/ নীল হয়ে যায়।
মানব দেহের চোখ সমূহ খোলা থাকলেও পেশি গুলোর মধ্যে ক্যালসিয়াম ক্ষরন শুরু হয় এবং পেশিগুলো শক্ত হয়ে যায়। ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত এ অবস্থা থাকে।
রক্ত চলাচল বন্ধের পর অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গঠন শুরু হয় যার ফলে অম্লত্বের মাত্রা বেড়ে যায়। এবং এর ফলাফল হিসেবে কোষগুলো ভাঙতে শুরু করে এবং শুরু হয় পচন কার্যক্রম।
৭ দিন পর মানবদেহের মাংস ও চামড়া খোলস ত্যাগ করতে থাকে। ১৭ থেকে ৪০ দিনের মাথায় মানব দেহের সকল মাংস আলাদা হয়ে যায় এবং অবশিষ্ট থাকে কঙ্কাল।
৯০ দিন পর সমস্ত হার পৃথক হয়ে যায়। এবং এক বছরের মাথায় সমস্ত হার সমূহ পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায় এবং সমাপ্তি ঘটে মানবদেহের!