মহেশখালীতে নৌবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ মদ তৈরির কারখানা ধ্বংস করেছে। রোববার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই কারখানায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ২০০ লিটার তৈরি মদ, প্রক্রিয়াধীন দুই হাড়ি মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে এসব মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয় এবং কারখানাটি ভেঙে ফেলা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না। উল্লেখ্য, নৌবাহিনী নিয়মিতভাবে মহেশখালীসহ বিভিন্ন এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।