কলেজ প্রতিনিধি ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্য সংগঠন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি), ২০২৪-২০২৫ কার্যবর্ষের জন্য তাদের নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সাব্বির আহমেদ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ভিসিটি’র মহড়া কক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার নতুন কমিটির ঘোষণা দেন। বিদায়ী সভাপতি পৃথুল দাস এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া কলেজ অধ্যক্ষের কাছে নতুন কমিটির সুপারিশ করেন, যা যাচাই-বাছাই শেষে অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর আবুল বাশার ভূঁঞা অনুমোদন করেন।
প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার ভিসিটি’র গঠনতন্ত্র পাঠ করে নতুন কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন এবং তাদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
২০২৪-২০২৫ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ:
- সভাপতি: এনামুল হক
- সহ-সভাপতি: মেঘা পাল
- সাধারণ সম্পাদক: সাব্বির আহমেদ
- যুগ্ম সাধারণ সম্পাদক: খাদিজা আক্তার
- সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলাম
- সহ-সাংগঠনিক সম্পাদক: পূজা রানী পূজা
- অর্থ সম্পাদক: অনিক দেব
- প্রচার সম্পাদক: মাকসুদা সুলতানা
- সহ-প্রচার সম্পাদক: ফয়সাল আহমেদ
- দপ্তর সম্পাদক: লোপা অধিকারী
- প্রশিক্ষণ সম্পাদক: ঈশীতা ইশরাত
- সহ-প্রশিক্ষণ সম্পাদক: দীপিতা রায়
- সাংস্কৃতিক সম্পাদক: অধরা কর
- আপ্যায়ন সম্পাদক: ফয়সাল আফ্রিদি
- নির্বাহী সদস্য ১: সিনথিয়া জাহান
- নির্বাহী সদস্য ২: সালমা আক্তার
- নির্বাহী সদস্য ৩: মারজান
- নির্বাহী সদস্য ৪: সুইটি রানী মজুমদার
- নির্বাহী সদস্য ৫: সাগর বর্মন
- নির্বাহী সদস্য ৬: উম্মে হাবিবা
- নির্বাহী সদস্য ৭: শশী মাহমুদ দীনা
বিদায়ী সভাপতি পৃথুল দাস এবং সাধারণ সম্পাদক লিটন মিয়াকে ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা তাদের অভিজ্ঞতা দিয়ে ভিসিটির নতুন কমিটিকে সহযোগিতা করবেন।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, শিক্ষার্থীদের নাট্যচর্চা ও সৃজনশীল বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে, নতুন কমিটির নেতৃত্বে আরও নতুন নতুন সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।