সমতট টিভি ডেস্ক: ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। মহাবিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার উন্মোচনে দিনব্যাপী নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নাজিয়া হক। বিশেষ অতিথির আসনে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য হাসান ইমাম মজুমদার এবং উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আবু জাহেদ ও কামরুর রশীদ।
প্রধান অতিথি কাজী নাজিয়া হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত মাঠে সময় কাটানোর পরামর্শ দেন তিনি।”
অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, “অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের অবসর সময়গুলোতে ক্রীড়া ও সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করা। এর মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।”
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতির ৪৩টি ইভেন্ট। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬০টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার বিভাগগুলোতে ছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, নজরুলগীতি, রবীন্দ্রগীতি, আধুনিক গান, নৃত্য ও যেমন খুশি তেমন সাজ। শিক্ষকদের জন্য গোলক নিক্ষেপ এবং কর্মচারীদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতাসহ বিশেষ আয়োজন ছিলো।
এবারের আয়োজনকে আরও প্রাণবন্ত করতে পুরো ক্যাম্পাস রঙিন সাজে সজ্জিত করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অসংখ্য দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক তানিয়া ইসলাম এবং প্রভাষক কাইজারুল ইসলাম মুহিত জানান, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। এমন বর্ণিল আয়োজনে অংশ নেওয়ার জন্য সবাই আয়োজকদের ধন্যবাদ জানান।