দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি হৃদয়বিদারক ঘটনা, গুলিবিদ্ধ রাহুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাহুলের এই অকাল মৃত্যু ছাত্র সমাজ ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষার্থীরা জানান, গত ৪ আগস্ট দিনাজপুর আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন রাহুল। তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।
রাহুল ইসলাম ছিলেন সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি রানীগঞ্জ এহিয়া হোসেন মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং সারা দেশের শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছে।