সমতট ডেস্ক।। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টে ফলো-অন এড়ানোর পর গতকাল ভারত চতুর্থ দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ২৫২ রান নিয়ে। জস্প্রীত বুমরা ও আকাশ দ্বীপ জুটিতে আজ ৫ম দিনে স্কোরবোর্ডে ওঠে আরও ৮ রান। ভারত ২৬০ রানে অল আউট হলে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে বুমরা-মোহাম্মদ সিরাজদের তোপে দিশেহারা হতে হয়েছে অজিদের।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাই হয়েছে বাজে। অভিজ্ঞ ওপেনার উসমান খাজা এবারও জ্বলে ওঠতে পারেননি, বুমরার বলে বোল্ড হয়ে দলীয় ১১ রানেই তিনি সাজঘরে ফিরেন। তরুণ ওপেনার নাথান ম্যাকসুয়েনিও আউট হন ব্যক্তিগত ৪ রানে। এর আগেই সাজঘরে ফিরেন মার্নাস লাবুশেন।
দ্রুত রান তোলার কথা বিবেচনায় রেখেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিল অজিরা। তবে তা কাজে দেয়নি। মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শরা দলের হাল ধরতে পারেননি। লাবুশেন-মার্শ দুই অঙ্ক ছুঁতে না পারলেও হেড করেছেন ১৭ রান।
সাতে নেমে সিটভেন স্মিথও চেনা ছন্দে খেলতে পারেননি, তিনি আউট হন ৪ রানে। ফলে ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৮৯ রানে ৭ উইকেট নিয়ে, অ্যালেক্স ক্যারি ২০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়া ৮৯ রানে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রানের। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন বুমরা, সিরাজ-আকাশ নিয়েছে ২টি করে উইকেট। এদিকে লক্কখ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৩ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়েছে খেলা।