জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ আজ (২ মে) পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারি শিক্ষক মোঃ রকিবুল হাছান বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।
মোঃ রকিবুল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ও মোসাঃ খাদিজা বেগম এর পঞ্চম সন্তান। এছাড়া তিনি একাধারে কবি ও কথা সাহিত্যিক। লিখেছেন বেশ কয়েকটি বই।
তাঁর এ সাফল্যে বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, কর্মচারীবৃন্দ ও বন্ধুমহল আনন্দিত।