সমতট ডেস্ক।। সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন সহপাঠীরা।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবি বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআপি) নার্সিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয়কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শিক্ষার্থীরা বলেন, “ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস আমাদের সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বেপরোয়া বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যার জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠিনতর কর্মসূচি ঘোষণার দেওয়া হবে।”
সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, “আমরা রেডিও কলোনী থেকে হেঁটে হেঁটে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”