আইপিএলে সর্বোচ্চ আট সেঞ্চুরির কীর্তি বিরাট কোহলির দখলে। ওই কীর্তির সঙ্গে বাজে কীর্তিও গড়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারতীয় ব্যাটার। তার ৬৭ বলের সেঞ্চুরি আইপিএলের ধীরতম।
তার ওই সেঞ্চুরি ব্যর্থ করে দিয়েছেন রাজস্থান রয়েলসের ইংলিশ ব্যাটার জস বাটলার। তিনি আইপিএলের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন। তার ষষ্ঠ সেঞ্চুরির কাছে বৃথা গেছে কোহলির অষ্টম আইপিএল হানড্রেড।
শনিবারের ম্যাচে বেঙ্গালুরু ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। দলটির হয়ে ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন কোহলি। ১২টি চার ও চারটি ছক্কা তোলেন এই ব্যাটার। এছাড়া ফ্যাফ ডু প্লেসি ৩৩ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে রাজস্থান শূন্য রানে দলের ওপেনার জশস্বী জয়সোয়ালকে হারাল। সেখান থেকে ১৪৮ রানের জুটি গড়ে বাটলার ও সানজু স্যামসন ম্যাচ নাগালে নিয়ে চলে আসেন। সানজু খেলেন ৪২ বলে ৬৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে আটটি চার ও দুটি ছক্কার শট আসে।
বাটলার ৫৮ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও চারটি ছক্কার শট আসে। দল জয় হতে যখন ২ রান দূরে তখন সেঞ্চুরি করতে বাটলারের ছয় রান দরকার ছিল। তিনি ছক্কা মেরে নিজের শতকের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন। চার ম্যাচের চারটিতেই জিতে রাজস্থান পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। অন্য দিকে বেঙ্গালুরু ৫ ম্যাচে জিতেছে মাত্র একটি।