সমতট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের ১১ নং ওয়ার্ডের নিউমার্কেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিউমার্কেট ইউনিটের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় অঞ্চল সেক্রেটারি নূরে আলম বাবু ও ১১ নং ওয়ার্ড আমীর আশিকুল আমিন।
হাফেজ মাওলানা ক্বারী জাহিদ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের শিক্ষা ও যাকাতের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে ঠাকুরপাড়া বড় মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল ফরিদী মোনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিলে নিউমার্কেট ইউনিটের সেক্রেটারি মাসুদ আলম, অফিস সম্পাদক আবু সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার তুহিন, সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক আবদুল হক সুমনসহ ইউনিটের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন এবং রমজানের শিক্ষাকে আত্মস্থ করার আহ্বান জানান।