মাহমুদ হাসান বিজয়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ । উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর সরকারি কলেজ সভাপতি মোঃ ইমরান হোসাইন এর সভাপতিত্বে এবং সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তানমিম রায়হানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোহররম আলী, চাঁদপুর শহর শাখার সাবেক সভাপতি কাউসার আলম, সাবেক সভাপতি জোবায়ের হোসাইন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, ত্যাগ ও সংযমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ছাত্রশিবির শুরু থেকেই সমাজ সংস্কার ও আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রেখে কাজ করার আহ্বান জানান। একজন সৎ দক্ষ দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদেরকে গঠন করে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে ইফতার মাহফিলে আগত অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।