ক্যালেন্ডার
    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | বৃহস্পতিবার | গ্রীষ্মকাল
    ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | বৃহস্পতিবার | গ্রীষ্মকাল

    সমতট ডেস্ক ।।

    বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়েছে, যখন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন,

    “সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যতের পথে অগ্রসর হতে ড. ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই প্রক্রিয়ায় আমরা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি।”

     

    একইসঙ্গে, ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন,

    “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এই নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জিং এই প্রক্রিয়ায় আমরা তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করব।”

    এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এক নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করার পর, ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লা ফাভে, যিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন।

    এই নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা যেমন বিরাট, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি নিবদ্ধ রয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায়। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নতুন এক অধ্যায়ের সূচনা করছে, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করছে বিশ্ব।

     

    বাংলাদেশ ,অন্তর্বর্তীসরকার ,আন্তর্জাতিকসমর্থন, যুক্তরাষ্ট্র

    Share.
    Leave A Reply