সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মো. ইদ্রিস খান নামে আরেক হজযাত্রী মারা গেছেন। বিদায়ী তাওয়াফরত অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
বৃহস্পতিবার (২০ জুন) মক্কা থেকে সময় সংবাদের প্রতিনিধি মুফতি আব্দুল্লাহ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে প্রচণ্ড গরমে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
সৌদি আরবের একজন কূটনীতিক এএফপিকে বলেন, মৃত হজযাত্রীর মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক, ৩২৩ জন মিশরের নাগরিক, জর্ডানের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু হজযাত্রীর প্রাণহানি হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানাননি কর্তৃপক্ষ।
হজশেষে বৃহস্পতিবার শুরু হবে দেশে ফেরার ফ্লাইট। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।