কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দক্ষিণগ্রাম এলাকা থেকে ফেরদৌসি বেগম (৫২) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ব্যক্তির পরিচয়ঃ
নাম: ফেরদৌসি বেগম (বয়স: ৫২ বছর)
স্বামী: মোঃ শামসুল আলম
গ্রাম: দক্ষিণগ্রাম
ডাকঘর: শংকুচাইল বাজার
ইউনিয়ন: ০১নং রাজাপুর ইউপি
থানা: বুড়িচং
জেলা: কুমিল্লা
তিনি গত ২৭ জুন ২০২৫ ইং, সকাল আনুমানিক ১১টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয় থানা এবং আত্মীয়স্বজনদের জানানো হয়েছে।
শারীরিক বর্ণনা:
গায়ের রং: ফর্সা
উচ্চতা: আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি
মুখমণ্ডল: লম্বাটে
ওজন: আনুমানিক ৫৫ কেজি
পরনে ছিল: সাদা ও সবুজ রঙের শাড়ি
ভাষা: কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেন
যদি কেউ তার কোনো খোঁজ বা সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
📞 যোগাযোগ:
আলমগীর হোসেন – 01718463798
শরিফ – 01782128111