ঈদকে ঘিরে ফেনীর অভিজাত বিপণি বিতানগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষজন। তবে নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা ভিড় করছেন ভ্রাম্যমাণ ফুটপাতের দোকানে। ব্যবসা জমে ওঠায় দোকানিদের মুখে ফুটেছে হাসি।
সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে শহরের ট্রাংক রোড ও শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভ্রাম্যমাণ দোকানের একাধিক ব্যবসায়ী বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়ছে। সকালে চাপ না থাকলেও বিকেল হওয়ার পরপরই ক্রেতাদের চাপ বাড়তে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠান ও বিপণি বিতানের তুলনায় ঈদ সামগ্রীর দাম ফুটপাতে অনেকটা সাধ্যের মধ্যে থাকায় এখানে আসছেন নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষজন। তারমধ্যে বেশিরভাগ লোকজনই আতর, টুপি ও পাঞ্জাবি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন।
ভ্রাম্যমাণ দোকানের এক ক্রেতা বলেন, শহরে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়। ইচ্ছে থাকলেও শপিংমল থেকে দামি পোশাক কেনা সম্ভব হচ্ছে না। তারপরও গত দুয়েক দিন বিভিন্ন মার্কেট ঘুরে দেড় থেকে দুই হাজার টাকার নিচে কোনো পাঞ্জাবি পাইনি। সেজন্য ফুটপাতের এ দোকান থেকে আজকে ৬০০ টাকা দিয়ে একটি পাঞ্জাবি নিয়েছি। সঙ্গে বাবা ও ছোট ভাইয়ের জন্যও নিয়েছি।