মতট ডেস্ক: ক’দিন আগে মেলো-রোমান্টিক গান ‘শীতের একলা রাতে’ প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন কণ্ঠশিল্পী পুতুল সাজিয়া সুলতানা। এবার এই ক্লোজআপ ওয়ান তারকা গাইলেন একটি দেশের গান। শিরোনাম ‘স্বাধীনতার সোনালি স্বপ্ন’। ‘সবুজে সাজানো এ প্রান্তর, আমার জন্মভূমি; দুঃখ-সুখের ঠিকানা আমার, প্রাণের স্বদেশ তুমি/ হাজার বছর আগলে রেখেছো, ভালোবেসে এভাবেই; তোমার মাটিতে জন্ম আমার, মরবও এখানেই’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন গীতিকবি হীরেন্দ্রনাথ মৃধা। সুর করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি স্বাধীনতা দিবসের আয়োজন হিসেবে বাংলাদেশ বেতারের ‘গীতিনকশা’ অনুষ্ঠানের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। এ আয়োজন নিয়ে শিল্পী পুতুল বলেন, ‘‘দেশের গান গাইতে পারা যে কোনো শিল্পীর জন্যই অন্য রকম ভালো লাগার। তাই ‘স্বাধীনতার সোনালি স্বপ্ন’ শুধু একটি গান নয়; সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে আবেগ-অনুভূতিরও প্রকাশ; যার মধ্য দিয়ে শ্রোতাদের দেশপ্রেমকে জাগিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।’’
পুতুল আরও জানান, মিল্টন খন্দকারের সুরে আগেও ভিন্ন স্বাদের বেশ কিছু গান গেয়েছেন। তবে দেশের গান এই প্রথম গাওয়া। বাংলাদেশ বেতারের আয়োজন নিয়ে নন্দিত এ শিল্পী আরও বলেন, ‘‘রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকে খুঁজছে বাংলাদেশ’ আমাকে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি এনে দিয়েছে, এটা সত্যি। তবে গানের ভুবনে আমার পথচলা শুরু বাংলাদেশ বেতার থেকে। শিশুশিল্পী হিসেবে বেতারে গান গাওয়া শুরু। এর পর পরিণত বয়সে এসে এ মাধ্যমে গানও করেছি। তাই বেতারের প্রতি ভালো লাগা, ভালোবাসা সবসময় ছিল, যা আরও কিছুটা বেড়ে গেল দেশের গান গাওয়ার মধ্য দিয়ে।’’
বিষয় : গান শিল্পী