চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের সংঘর্ষে উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আব্দুল রবের ছেলে আবুল কাশেম (৪৫) এবং একই গ্রামে জব্বার আলী ছেলে আব্দুর রব (৫৫) নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৩ জন যাত্রী।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহরাস্তি উপজেলা কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে শাহরাস্তি থেকে কচুয়ামুখী পিকআপ ভ্যানটির সঙ্গে কালিয়াপাড়ার দিকে আসা সিএসজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
এ ঘটনায় আরও তিন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিনজনকে।
শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।