হাবিবুর রহমান মুন্না।।
নিরাপদ চালক চাই বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণর্মিলনী ও দূর্ঘটনাপ্রতিরোধ আলোচনা সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে । শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় নগরীর নিউ লাইফ হসপিটালের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নিরাপদচালক চাই বাংলাদেশ এর সভাপতি মোঃ আজাদ সরকার লিটন । কবি শিপন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কুমিল্লা শাখার অন্যতম উপদেষ্টা কবি মামুন কবির চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল রহমান সুমন, সাধারণ-সম্পাদক বেলায়েত হোসেন ও অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক তৌহিদ হোসেন সরকার।
সভায় বক্তরা বলেন, সড়কে চালকদের সঠিক প্রশিক্ষন ও গ্রুপ বীমার মাধমে তাদের আর্থিক নিরাপদের নিশ্চয়তা এবং সুশৃঙ্খল সড়ককর্মী গঠনে সহায়ক বলে মনে করেন।এছাড়াও ট্রাফিক নির্যাতন,রোডের চাঁদা দেয়া,ড্রাইভিং লাইসেন্সে দালালদের দৌরাত্ম থেকে বাঁচার জন্য সহযোগিতা প্রদান করা ইত্যাদি।
এ সময় আরও উপস্থিত ছিলেনকবি লেখক সাহিত্যিক জাকির হোসেন কামাল,কবি আব্দুল কাইয়ুম,কবি লেখক সাহিত্যিক জসিম মাহবুব, কবি নুরুল আলম সেলিম মিয়াজি, বোরহান মাহমুদ কামরুল,বিল্লাল হোসেন কবি জহিরুল ইসলাম,কবি বিলাশ চৌধুরী,সাজ্জাদ হোসেন সরকার,সাংবাদিক আবদুর রহমান সাইফ
,কবি শাহাদত হোসেন সবুজ,কবি আজিম উলল্লাহ হানিফ সামদানী, আব্বাসউদ্দীন,সানাউল্লাহ মিয়া,
সৈয়দ জাকির হোসেন, সাংবাদিক ওমর কাইয়ুম পলাশ
,চারু মিয়া, তাহের সংগঠনের কার্যনিবাহী সদস্য সহ
আরোও অনেকেই উপস্থিত ছিলেন।